মাওলানা আবদুর রকিবকে চেয়ারম্যান এবং অধ্যাপক আবদুল করিম খানকে মহাসচিব করে ইসলামী ঐক্যজোটের জাতীয় কমিটি ঘোষণা করেছে সদ্য বিভক্ত হওয়া ইসলামী ঐক্যজোটের একাংশ। বুধবার এক জরুরি সভায় ৯১ সদস্য বিশিষ্ট এ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।কমিটির ভাইস চেয়ারম্যানরা হলেন- মুফতি আবদুল হালিম বোখারী, মাওলানা আবুল হাসান আব্দুল্লাহ, শায়াখুল হাদীস আতাউর রহমান, অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজীজী, যুগ্ম মহাসচিব- মাও. আবদুল মাজেদ আতহারী, বীর মুক্তিযোদ্ধা ডা. মাওলানা মো. শওকত আমীন পীর সাহেব বি-বাড়ীয়া, মাও. মুফতি ফয়জল হক জালালাবাদী, মাও. মুহাদ্দিস আজিজুল হক, মাওলানা অধ্যাপক ইলিয়াস মাহমুদ, সহকারী মহাসচিব মাও. আ.ন.ম রহিমউল্ল্যাহ, মাও. মাহমুদুল আলম।সাংগঠনিক সচিব মাও. আসলাম রহমানী, সহ-সাংগঠনিক সচিব- হাফেজ মাও. নজরুল ইসলাম, মুফতি কামরুল ইসলাম ভূইয়া, অর্থ সচিব- মাও. হোসাইন মো. ইউনুস, প্রচার সচিব- মাও. ইসমাইল বোখারী, ছাত্র বিষয়ক সচিব- মাও. মো. ইলিয়াস আতহারী, সমাজ কল্যাণ সচিব- মাও. হাফেজ সালামত উল্লাহ, আর্ন্তজাতিক সচিব- ডা. সামসুদ্দিন, ধর্ম বিষয়ক সচিব- মুফতি কামাল উদ্দিন সেহাব প্রমুখ।এর আগে গত ৭ জানুয়ারি ইসলামী ঐক্যজোট তাদের সম্মেলনে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণার পর-পরই বিএনপি চেয়ারপারসরন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যাললে এক সংবাদ সম্মেলনে রকিবের নেতৃত্বে ইসলামী ঐক্য জোট ২০ দলীয় জোটের সঙ্গেই রয়েছে বলে ঘোষণা দেয়।এএম/আরএস/আরআইপি
Advertisement