বিনোদন

ফের করোনায় আক্রান্ত অক্ষয়

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ফের করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। শনিবার (১৪ মে) অক্ষয় নিজেই টুইটারে এ খবর জানান। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় অংশ নিতে পারছেন না কান চলচ্চিত্র উৎসবেও। সেখানে এবার রেড কার্পেট হাঁটার কথা ছিল ‘বচ্চন পাণ্ডে’-র।

Advertisement

কান চলচ্চিত্র উৎসব-২০২২ এ ভারতের হয়ে অক্ষয় যাবেন এটা জানা গিয়েছিল গত সপ্তাহেই। একই সঙ্গে প্যারিসের অতিথি হয়ে যাওয়ার কথা বলিউড সুর-তারকা এ আর রহমান, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কাপুরসহ আরও অনেকেরই। বাকি সব পরিকল্পনা আগের মতো থাকলেও বাদ পড়লেন অক্ষয়, যা নিয়ে মন খারাপ বলিউডের বাকি অতিথিদেরও।

এর আগে ২০২১ সালের এপ্রিলে প্রথমবার করোনায় আক্রান্ত হন অক্ষয়। এরপর থেকে সব সতর্কতা মেনে চলা সত্বেও ফের করোনার কবলে এ অভিনেতা। এই পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই টুইট করেন অক্ষয়।

টুইটে এ তারকা বলেন, ‘আপনাদের সবার শুভেচ্ছা আর ভালোবাসায় আমি খুব শিগগির সেরে উঠবো। তাছাড়া, আমি ভালোই আছি।’

Advertisement

কেএসআর/এমএস