রাজধানীর তেজগাঁও এলাকায় বিএসটিআই এর লাইসেন্স না নিয়ে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন করায় একটি বেকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ঢাকা জেলার নির্বাহী হাকিম ফারহানা করিমের ভ্রাম্যমাণ আদালত বেগুনবাড়ি এলাকার দয়াল বেকারি নামের এই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করে।মূলত, দয়াল বেকারি বিএসটিআই থেকে কোনো অনুমোদন নেয়নি বিস্কুট, কেক এবং পাউরুটি উৎপাদন, বিপণন ও বাজারজাত করণের।কিন্তু তারপরও স্থানীয় ভাবে দীর্ঘদিন ধরে এসব খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করছে দয়াল বেকারি।এসএ/এসএইচএস/আরআইপি
Advertisement