জাতীয়

প্রকৃচির আন্দোলন কর্মসূচি স্থগিত

জাতীয় বেতনস্কেলের মাধ্যমে সরকারি চাকরিতে সৃষ্ট বৈষম্যমুলক সিদ্ধান্ত বাতিলের দাবিতে চলা আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার বিকেলে সংগঠনটি জানিয়েছে।স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সচিব মো. ফিরোজ খান, সদস্য প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, মো. মোবারক আলী, মো. আব্দুস সবুর, প্রফেসর ডা. এম, ইকবাল আর্সলানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতৃবৃন্দ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্থানীয় সরকার সচিবের সঙ্গে উপজেলা পরিষদের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ১৫ অক্টোবর তারিখে জারিকৃত অফিস স্মারক নিয়ে আলোচনা করেন। আলোচনায় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এ স্মারকের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। আলোচনা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অফিস স্মারকের অসঙ্গতিসমূহ সংশোধনে সবাই ঐকমত্য হন। এছাড়াও উপজেলা আইনের সংশোধনীর জন্য যথাযথ কর্তৃকপক্ষে ইতিবাচকভাবে অবহিত করা হবে বলে সচিবগণ নেতৃবৃন্দকে অবহিত করেন। এছাড়া চলতি বছরের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং শিক্ষা সচিবের সঙ্গে বেতনস্কেলের মাধ্যমে সুষ্ট বৈষম্য নিয়ে আলোচনা হয়। এ আলোচনায় সচিবগণ সমাধানের  ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এ সময়ে পদোন্নতির সোপান সুষমকরণের জন্য বিভিন্ন ক্যাডার ও সার্ভিসের পদ সুষমকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যমান সমস্যার সামাধানে শিঘ্রই আবারো আলোচনায় বসা হবে বলে দায়িত্বপ্রাপ্ত সচিবগণ প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেন। সর্বিক বিষয় ইতিবাচকভাবে অগ্রসর হওয়ার পরিপ্রেক্ষিতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি চলমান আন্দোলনেরের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।এসএ/এএইচ/এমএস

Advertisement