খেলাধুলা

বিসিবির কমিটিতে পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কমিটিতে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু তাই নয়, আগামী ৫ বছরের জন্য একটি উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এই কারণেই বিসিবির বিভিন্ন কমিটিতে রদ-বদল করা হবে বলে মন্তব্য বিসিবি সভাপতির।বিসিবি সভাপতি বলেছেন, কমিটিতে পরিবর্তন আসবে। পরবর্তী বোর্ড সভায় আশা করছি পরিবর্তন করে ফেলবো। জিম্বাবুয়ে সিরিজের পর পরই পূর্ণবিন্যাস করা হবে।কোন কোন বিভাগে পরিবর্তন আসবে এমন প্রশ্নে তিনি বলেছেন, সবগুলো বিভাগেই আসবে। সিসিডিএমে পরিবর্তনতো অবশ্যই আসবে। কেননা আজম নাসির সহ-সভাপতি হয়ে গেছেন, সেখানে একটা পরিবর্তন দরকার। এ ছাড়া অন্যান্য যেগুলো আছে, বয়সভিত্তিক, গেম ডেভলপমেন্ট এবং ক্রিকেট পরিচালনা বিভাগ সবগুলোতেই আমি মনে করি পরিবর্তন করার সময় হয়েছে। প্রথমে যা করেছিলাম সেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল।বোর্ড পরিচালকের একটি পদ খালি আছে এই বিষয়ে বিসিবি সভাপতির দৃষ্টি আকর্ষণ করলে তিনি এই বিষয়ে বলেছেন, বোর্ড পরিচালকের একটা পদ খালি আছে। তবে চট্টগ্রাম থেকে হবে কিনা, এটা বলা মুশকিল। ইতোমধ্যে আমরা একটা নাম মোটামুটি ঠিক করে রেখেছি। সেই নামটাই প্রস্তাব করব ঢাকায় গিয়ে।বিসিবি সভাপতি আরো যোগ করেছেন, আমরা ৫ বছরের একটা উন্নয়ন প্রকল্প করছি। সে জন্যও পরিবর্তন প্রয়োজন আছে। তবে ক্রিকেট পরিচালনা বিভাগে আমার ধারণা সিনিয়র কেউই আসবে।দুবাইয়ে দল পাঠানো হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমরা তাদের কাছে জানতে চেয়েছি, বিসিবি একাদশ নামে একটা দল পাঠাই তাহলে চলবে কিনা অথবা ‘এ’ দল পাঠালে হবে কিনা।

Advertisement