খেলাধুলা

বাংলাদেশের টার্গেট ১৮৮ রান

পরীক্ষা-নীরিক্ষা শাপে বর হলো না বাংলাদেশের জন্য। পাঁচটি পরিবর্তণ। শুধু তাই নয়, চারটি নতুন মুখ। নিকট অতীতে কোন দলে এতটা নতুনত্বের আবির্ভাব ঘটেছে।বলা মুস্কিল। বাংলাদেশে ক্রিকেটে দারুন বিপ্লব ঘটে গেছে, তারই একটা নমুনা হতে পারে এই পরিবর্তণ। তবে, অন্যসব ম্যাচের মত এটাতে ক্লিক করতে পারলো না পরিবর্তণগুলো। আপাতত জিম্বাবুয়ে ইনিংস দেখলে সেটাই মনে হতে বাধ্য। কারণ, টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানের বিশাল টার্গেট দাঁড় করিয়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মুক্তার আলি এবং মোসাদ্দেক হোসেনকে অভিষেকের ক্যাপ পরিয়ে দিল বাংলাদেশ। চার তরুন তুর্কী সত্ত্বেও জিম্বাবুইয়ানরা বিশাল স্কোর গড়ে তুলল বাংলাদেশের সামনে। খুব বড় ইনিংস যে কেউ খেলেছে তা নয়, তবে মাঝারি মানের কয়েকটি ইনিংস জিম্বাবুয়েকে তুলে দিয়েছে অনেক বড় রানের চূড়ায়।বিপিএল মাতানো আবু হায়দার রনি চার ওভার বল করে দিলেন ৪০ রান। ওভারপ্রতি ১০ রান করে। তবে নিজের সম্মানটা বাঁচিয়েছেন শেষ ওভারে ২ উইকেট নিয়ে।  দুর্দিনে সবচেয়ে সফল বোলার ছিলেন সাকিব আল হাসান। ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া বাকিরা সবাই ফিরেছেন শূন্য হাতে। অভিষিক্ত বাকি তিনজনের মধ্যে মোহাম্মদ শহিদ ৩২ রান দিলেন ৪ ওভারে। মুক্তার আলি ২ ওভারে ১৭ এবং মোসাদ্দেক ২ ওভারে দিলেন ১০ রান। মাশরাফি বিন মর্তুজা নিজেও ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে কোন সাফল্য পাননি।জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন ম্যালকম ওয়ালার। ২৩ বলে তিনি খেলেন ৪৯ রানের এক ঝড়ো ইনিংস। সাকিবের বলে সৌম্যর ক্যাচ না হলে হাফ সেঞ্চুরিটা হয়েই যেতো। দুর্ভাগ্য তার, শেষ মুহূর্তে আউট হয়ে গেলেন। ভূসি সিবান্দা করেন ৩৩ বলে ৪৪ রান। এছাড়া শন উইলিয়ামস করেন ৩২ রান।  খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের হয়ে জিম্বাবুয়ে শিবিরে তৃতীয় আঘাত হেনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিবান্দাকে (৪৪) সাব্বিরের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান টাইগার এই বোলার।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার মাসাকাদজা ও সিবান্দা। চতুর্থ ওভারে শহীদ এসে জুটি ভাঙ্গেন। তবে এর আগেই তুলে নেন ৪২ রান। আউট হওয়ার আগে অধিনায়ক মাসাকাদজা করেন ২০ রান। এরপর মাতুম্বামীকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান সিবান্দা। তবে সাকিবের জোড়া আঘাতে খেলায় ফেরে বাংলাদেশ। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে মুতুম্বামী (২০) আর সিবান্দাকে (৪৪) সাজঘরে ফিরিয়ে স্বাগতিকদের খেলায় ফেরান টাইগার এই বোলার।উল্লেখ্য, চার ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা।আইএইচএস/এমএস/আরআইপি

Advertisement