মুখের ত্বকের যত্ন নিয়মিত নেওয়া হলেও হাত-পা অবহেলিত থাকে। অথচ হাত-পা সবচেয়ে বেশি নোংরা হয়। বেশিরভাগ মানুষই মুখের ত্বকের যত্ন নিতেই ব্যস্ত থাকেন।
Advertisement
অন্যদিকে হাত-পা কালচে হতে শুরু করে। এ কারণে একসময় হাত-পা উজ্জ্বলতা হারায়। যা দেখতে বেশ কটু দেখায়।
ভেবে দেখুন তো, চেহারার সঙ্গে যদি হাত-পায়ের রং না মেলে তাহলে কেমন লাগবে? তাই হাত-পা কালো হতে শুরু করলে ৩ উপায় অনুসরণ করুন-
>> ত্বকের জন্য প্রাকৃতিক জিনিসের চেয়ে ভালো আর কিছু নেই। ওটমিল দুর্দান্ত বডি স্ক্রাব হিসেবে কাজ করে। ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করতে এটি অনেক উপকারী। অন্যদিকে নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করতে অনেক সাহায্য করে।
Advertisement
>> লেবু ভিটামিন সি এর একটি চমৎকার উৎস। এতে থাকা প্রাকৃতিক ব্লিচ এজেন্ট ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। অন্যদিকে চিনি ত্বক এক্সফোলিয়েট করতেও সাহায্য করে।
>> অ্যালোভেরা জেল ত্বকের জন্য ময়েশ্চারাইজিংয়ের পাশাপাশি চমৎকার অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যসম্পন্ন। অ্যালার্জি বা ফুসকুড়ির কারণে যদি আপনার হাতে-পায়ে কালো দাগ হয়, তাহলে জেল দিয়ে ম্যাসাজ করলে এই দাগগুলো দ্রুত উঠে যাবে।
জেএমএস/এএসএম
Advertisement