ক্যাম্পাস

সেশনজটের শঙ্কা কাটায় স্বস্তি

সেশনজটের শঙ্কা কেটে যাওয়ায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। টানা ৯দিন কর্মবিরতির পর বুধবার ক্লাসে ফিরেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শুরু হয়েছে নিয়মিত ক্লাস-পরীক্ষা। একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সব পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের কর্মবিরতি স্থগিত করেছে। শিক্ষকদের দীর্ঘ কর্মবিরতির পর প্রাণচাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসগুলোতে। শিক্ষার্থীদের আনাগোনায় মুখোরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়।বুধবার সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগে নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষাসমূহও অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মঙ্গলবার দীর্ঘ ৯ দিন কর্মবিরতি শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এক বৈঠকে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে দাবি-দাওয়া মেনে নেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসনিার এমন আশ্বাসরে প্রতি র্পূণ আস্থা এবং শ্রদ্ধা রেখে চলমান মর্যাদা রক্ষার আন্দোলনকে স্থগতি ঘোষণা করেন ফেডারশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শিক্ষকরা ক্লাসে ফিরে আসায় স্বস্তি ফিরে পেয়েছেন শিক্ষার্থীরাও। সেশনজটের আশঙ্কামুক্ত হতে পেরে আনন্দিত ছাত্র-ছাত্রীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান রেজা জাগো নিউজকে বলেন, আমরা সেশনজটের শঙ্কা থেকে মুক্ত হয়েছি। প্রধানমন্ত্রী শিক্ষকদের যে আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়ন হোক এমনটাই প্রত্যাশা এখন।ক্লাসে ফেরা নিয়ে ক্রিমিনলজি বিভাগের শিক্ষার্থী নোমান আব্দুল্লাহ জাগো নিউজকে বলেন, শিক্ষকদের আন্দোলনে সেশনজটে পড়ার শঙ্কায় ছিলাম। প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকরা গতকাল কর্মবিরতি স্থগিত করায় আমরা সে আশঙ্কা থেকে মুক্ত হলাম। এর আগে অষ্টম জাতীয় বেতন কাঠামোয় নিজেদের মর্যাদাহানির বিরুদ্ধে গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতিতে যান ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। লাগাতার কর্মবিরতির সপ্তম দিনে প্রধানমন্ত্রীর সাক্ষাতের অনুমতি পান শিক্ষকরা। পরদিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ দেড় ঘণ্টার বৈঠকে নিজেদের দাবি-দাওয়ার যৌক্তিকতা তুলে ধরেন তারা। শিক্ষকদের ন্যায্য দাবিসমূহ মেনে নেয়া হবে এমন আশ্বাস দিয়ে কর্মবিরতি প্রত্যাহারের জন্য অনুরোধ জানান শেখ হাসিনা। শিক্ষকরাও প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা ও দৃঢ় বিশ্বাস রেখে নিজেদের কর্মবিরতি স্থগিত ঘোষণা করেন। এমএইচ/এসএইচএস/এমএস

Advertisement