দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। তিনি আদিভি সেশ অভিনীত ‘মেজর’ লঞ্চের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন সেখানে সাক্ষাৎকারে অভিনেতাকে জিজ্ঞেস করা হয় যে, বলিউডে কবে পা রাখবেন। অবশ্য এই প্রশ্ন জীবনে বহুবার তিনি শুনেছেন। তবে কখনো বেফাঁস কিছু বলেননি।
Advertisement
ওইদিন এমন প্রশ্নে মহেশ বলেন, ‘আমি বলিউডে কাজ করার জন্য অসংখ্য প্রস্তাব পাই। তবে আমি করতে চাই না। আমার মনে হয় না তারা আমায় উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে। আমার যোগ্য কদর তারা করতে পারবে না। যে কারণে প্রস্তাব ফিরিয়ে দিই।’
মহেশের এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে বলিউডে। প্রযোজক বনি কাপুর এবং চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মার প্রতিক্রিয়া জানিয়েছেন।
মহেশ বাবুর দেওয়া বক্তব্য নিয়ে বিভ্রান্তি প্রকাশ করেছেন পরিচালক রাম গোপাল ভার্মা। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে রাম গোপাল বলেন, ‘মহেশ কোন পরিপ্রেক্ষিতে ঠিক কী বলতে চেয়েছেন, বোঝা গেলো না। কে কোথায় কাজ করবেন, তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত পছন্দ। বলিউড কোনো একটা সংস্থা নাকি যে তারা অভিনেতাকে একটা নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে কোনো ছবি করতে বলবে? ‘বলিউড’ তো সংবাদমাধ্যমের দেওয়া একটা তকমা মাত্র!’
Advertisement
অন্যদিকে প্রযোজক বনি কাপুর ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে। মহেশের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। তার নিজস্ব কারণও রয়েছে। মহেশ সম্ভবত মনে করেন যে হিন্দি সিনেমার শিল্প তাকে যোগ্যভাবে মূল্যায়ন করবে না। যদি সে এভাবে অনুভব করে তবে এটি তার জন্য ভালো।’
এলএ/জেআইএম