সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের গল্পের চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ছবিটিতে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় চিত্রনাট্যকার, অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। গেল মঙ্গলবার, ১৯ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবির মহরত অনুষ্ঠানে এমনটাই ঘোষণা দিয়ে জানালেন ছবির পরিচালক ফাখরুল আরেফিন। মহরত অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলকাতা থেকে ঢাকায় ছুটে এসেছিলেন পরমব্রত। তবে সেখানে মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরো ছিলেন নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, ছবিটির শিল্পী, কলাকুশলীসহ নানা অঙ্গনের স্বনামধণ্য মানুষেরা। অনুষ্ঠানে জানানো হয়, সরকারি অনুদানের এ ছবিটির মূল চরিত্র নেওয়া হয়েছে সত্যিকারের একজন বাউল মুক্তিযোদ্ধার জীবনী থেকে। যার নাম নহির বাউল। সে কুষ্টিয়ার মানুষ। লালনের ভাবাদর্শ আছে তার মধ্যে। বাউলেরা সাধারণত প্রাণী হত্যা করেন না। কিন্তু দেশের প্রয়োজনে বদলে যান তারা। অহিংসপ্রাণ নহির মাঝির মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্পটাই দেখা যাবে ‘ভুবন মাঝি’ ছবিতে। ছবিতে এই চরিত্রেই অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। গল্পে দেখা যাবে নহির বাউলকে মুক্তিযুদ্ধে পাঠাতে উদ্বুদ্ধ করেন একজন সম্ভ্রান্ত তরুণী। তার নাম ফরিদা। ফরিদা চরিত্রে রূপদান করছেন অপর্ণা ঘোষ। পরমব্রত ছবিটি নিয়ে বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর আমার কিছু জানাশোনা আছে। পারিবারিক সূত্রেই সেটা জেনেছি। পরে অবশ্য নিজে থেকেও আরো জেনেছি। এখন কাজের প্রয়োজনে আরো জানছি। মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করছি ভেবে গৌরব বোধ করছি। আশা করছি এ দেশের মানুষ তাদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যে সম্মানের দৃষ্টিতে দেখেন তা বজায় রেখেই আমি ছবিটি করতে পারব।’ ‘ভুবন মাঝি’ পরিচালনা করবেন ফাখরুল আরেফিন। এটি হবে তার প্রথম ছবি। এর আগে তিনি স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরি করেছেন। তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। কিছু অংশের কাজ হবে ভারতে। ছবির গানগুলো তৈরি করছেন কালিকাপ্রসাদ। এতে আরও অভিনয় করছেন মামুনূর রশীদ, সুষমা সরকার, নওশাবা, মাজনুন মিজান, কণ্ঠশিল্পী ওয়াকিল প্রমুখ। প্রসঙ্গত, বাংলাদেশে পরমব্রতর এটি হবে দ্বিতীয় ছবি। এর আগে ‘ভয়ঙ্কর সুন্দর’ নামে একটি ছবিতে অভিনয় করেন তিনি।এলএ
Advertisement