দেশজুড়ে

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু

আবহাওয়া অনুকূলে আসায় শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ মে) ভোর ৬টা থেকে এসব নৌযান দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। স্বাভাবিক রয়েছে ফেরি চলাচলও।

Advertisement

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতের কারণে যাত্রী নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে লঞ্চ এবং স্পিডবোট চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। এদিন দুপুর আধাঘণ্টার জন্য ফেরি চলাচলও বন্ধ থাকে।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জাগো নিউজকে বলেন, মঙ্গলবার সন্ধ্যার থেকে তুলনামূলক আবহাওয়া আজকে ভালো থাকায় পুনরায় লঞ্চ ও স্পিডবোট সচল করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব জাগো নিউজকে বলেন, ফেরি চলাচল নিয়মিত রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় কোনো গাড়ির চাপ নেই।

Advertisement

আরাফাত রায়হান সাকিব/এসজে/এমএস