গাজীপুরের কালীগঞ্জে দেড় বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা বন্ধ বলে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অভিযোগ করেছেন। বুধবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্রতি মাসে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী কালীগঞ্জে মাধ্যমিক স্কুল ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ১১১৩ জন ছাত্র ও ৪১১৪ জন ছাত্রীসহ মোট ৫ হাজার ১২৭ জন শিক্ষার্থীর বিভিন্ন হারে প্রায় সাড়ে ৪২ লাখ টাকা বরাদ্দ দেয়া হত। যা গত ২০১৪ সালের জুলাই মাস থেকে দেড় বছর যাবত বন্ধ রয়েছে। সূত্র আরও জানায়, উপবৃত্তির ওই টাকা দিয়ে শিক্ষার্থীরা প্রয়োজনীয় উপকরণ ক্রয় করে তাদের চাহিদা মেটাত। তবে হঠাৎ উপবৃত্তির টাকা না পাওয়ায় শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, সরকার শিক্ষার্থীদের জন্য নিয়মিত উপবৃত্তির টাকা প্রদান করে আসছে। কিন্তু গত দেড় বছর আমাদের ছেলে-মেয়েরা উপবৃত্তির কোনো টাকা পাচ্ছে না। এদিকে একটি সূত্রে জানা গেছে, বিগত দিনে সরকার শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির টাকা দিলেও প্রকৃত পক্ষে তারা নিজেরা টাকা না পাওয়ায় সরকারের মহান এ উদ্যোগটি ভেস্তে যাচ্ছে। তাই সঠিকভাবে প্রতিটি শিক্ষার্থীর হাতে টাকা পৌঁছানোর জন্য বর্তমান সরকার ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে উপবৃত্তির টাকা উত্তোলনের ব্যবস্থা করছেন।এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিক উদ্দিন আহমেদ জানান, সরকার প্রতিটি শিক্ষার্থীর হাতে উপবৃত্তির টাকা পৌঁছে দেয়ার জন্য ডাচ-বাংলা ব্যাংকে হিসাব খুলতে একটি প্রতিষ্ঠানকে কাজ করার অনুমতি দিয়েছে। ঐ প্রতিষ্ঠান কাজটি সাব-কন্ট্রাকে অন্য প্রতিষ্ঠানকে দেয়ায় বিলম্ব হচ্ছে।এ বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক জেলা ব্যবস্থাপক সাজেদুল হক বলেন, আমাদের কাজ চলছে। কবে নাগাদ শেষ হবে তা বলতে পারছি না।আব্দুর রহমান আরমান/এসএস/এমএস
Advertisement