দেশজুড়ে

আশুলিয়ায় প্রহরীকে হত্যা করে ডাকাতি

আশুলিয়ায় প্রহরীকে হত্যা করে ডাকাতি

সাভারের আশুলিয়ায় একটি বাড়ির নিরাপত্তাকর্মীকে হত্যা করে তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে ডাকাতরা। নিহত নিরাপত্তাকর্মীর নাম গফুর মিয়া। বুধবার ভোর উপজেলা চিত্রশাইল বেরন এলাকার ব্যবসায়ী ঈমান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈমান আলীর পাঁচ তলা বাড়ির নিচ তলায় নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন গফুর মিয়া। বুধবার ভোরে একদল ডাকাত ওই  বাড়ির  নিচ তলার কেচি গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় ওই নিরাপত্তাকর্মী ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে তিনটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে সকালে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান,  ডাকাতদের হামলায় নিহত নিরাপত্তাকর্মী গফুর মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আল-মামুন/জেডএইচ/পিআর

Advertisement