অর্থনীতি

রাজধানীতে ৪ দিনব্যাপী প্লাস্টিক মেলা শুরু

দেশের প্লাস্টিক পণ্যের প্রসার ও রফতানি বাড়ানোর লক্ষ্যে ২১টি দেশের অংশগ্রহণে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১১তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৬।  বুধবার সকালে মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) এই মেলার আয়োজন করছে। মেলা চলবে শনিবার পর্যন্ত।১১তম প্লাস্টিক সামিটে ২১টি দেশের ৩৫০টি স্টল রয়েছে। সামিটে বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, মালয়েশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকা, তাইওয়ান, হংকং, মিশর, তুরস্ক, ইতালী, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব-আমিরাত, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান থেকে আসা উদ্যোক্তা-ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন।মেলায় মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে।এসএ/এআরএস/পিআর

Advertisement