দেশের তফসিলি ব্যাংকগুলোর বিভাগীয় ও জেলা শহরের প্রধান প্রধান শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। মূলত আয়কর আদান প্রদানের জন্য এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে।নির্দেশনাতে বলা হয়েছে, রাজস্ব আদায়ে পে অর্ডার ও চালান জমা দিতে আয়কর দাতাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যাংকগুলোকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কর্মীদের অতিরিক্ত ভাতা দিতে হবে।
Advertisement