চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান’ নিয়ে জাগো জবসের ৪র্থ পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?উত্তর : আলাওল।২. প্রশ্ন : অ্যান্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?উত্তর : কবিগান।৩. প্রশ্ন : ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়-উত্তর : চার ইয়ারী কথা।৪. প্রশ্ন : যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-উত্তর : সীতারাম।৫. প্রশ্ন : কোন চরিত্র দু’টি রবীন্দ্রনাথের ‘ঘরে-বাইরে’ উপন্যাসের?উত্তর : নিখিলেস-বিমলা।৬. প্রশ্ন : ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?উত্তর : ২টি।৭. প্রশ্ন : লাওসের (Laos) সরকারি নাম কী?উত্তর : Laos People’s Democratic Republic.৮. প্রশ্ন : কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সঙ্গে সীমান্তযুক্ত?উত্তর : চীন।৯. প্রশ্ন : IAEA– এর সদর দফতর কোথায়?উত্তর : ভিয়েনা।১০. প্রশ্ন : সার্ক প্রতিষ্ঠিত হয় কবে?উত্তর : ১৯৮৫।১১. প্রশ্ন : জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?উত্তর : ১৯৪৫।১২. প্রশ্ন : আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?উত্তর : সিরিয়া।১৩. প্রশ্ন : মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?উত্তর : আলবেনিয়া।১৪. প্রশ্ন : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কী?উত্তর : প্রশাসক।১৫. প্রশ্ন : জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘Green Climate Fund’ বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?উত্তর : ১০০ বিলিয়ন ডলার।১৬. প্রশ্ন : কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালের ‘শান্তি ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?উত্তর : কোরিয়া সংকট।১৭. প্রশ্ন : সুয়েজ খাল কোন বছর চালু হয়?উত্তর : ১৮৬৯।১৮. প্রশ্ন : কবে ‘International mother Earth day’ পালিত হয়?উত্তর : ২২ এপ্রিল।১৯. প্রশ্ন : প্রেসিডেন্ট উইন্ড উইলসনের ১৪ পয়েন্টের কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?উত্তর : ১8 নম্বর।২০. প্রশ্ন : যুক্তরাষ্ট্র কবে একক ভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?উত্তর : জুন ২০০২।এসইউ/পিআর
Advertisement