নিম্ন (বিচারিক) আদালতে দায়িত্বরত ৯৫ জন জ্যেষ্ঠ সহকারি জজকে পদোন্নতি দিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ করা হয়েছে। একইসঙ্গে তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে আইন মন্ত্রনালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ পদোন্নতি ও পদায়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী ৩১ জানুয়ারি দায়িত্ব বুঝে গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।পদোন্নতিপ্রাপ্ত পাবনার মোহাম্মদ কামরুল হাসান খানকে শেরপুরে, আইন মন্ত্রনালয়ে সংযুক্ত কর্মকর্তা বেগম সৈয়দ হাফসা ঝুমাকে মুন্সিগঞ্জে, সিলেটের বেগম উম্মে সরাবন তহুরাকে সিলেটই, পঞ্জগড়ের মোসা. আয়েশা সিদ্দিকাকে নীলফামারী, সিলেটের আল মামুনকে টাঙ্গাইলে, কিশোরগঞ্জের মো. কামাল হোসেনকে নেত্রকোনা, বরগুনার মো. নোমান মঈন উদ্দিনকে নোয়াখালী, কিশোরগঞ্জের মো. আশরাফুজ্জামান জিলানীকে জামালপুরে, রংপুরের বেগম জান্নাতুন লিলিফা আকতার জা’কে মুন্সীগঞ্জে, নারায়নগঞ্জের বেগম হুমায়রা তাসমিনকে ময়মনসিংহে, ঢাকার মোল্যা সাইফুল আলমকে ঠাকুরগাঁও, কুমিলার বেগম সাবরিনা নার্গিসকে ব্রা²নবাড়িয়া, সাতক্ষীরার মো. কেরামত আলীকে সাতক্ষীরায়ই, চাঁদপুরের মাসরুর সালেকীনকে লক্ষীপুরে, ব্রাহ্মবাড়িয়ার বেগম সেলনিা আক্তারকে হবিগঞ্জ।ময়মনসিংহের বেগম রুবাইয়া ইয়াছমিনকে টাঙ্গাইল, বগুড়ার মো. ফেরদৌস ওয়াহিদকে লালমনিরহাট, কুমিলার মুর্শিদ আহাম্মেদকে চাঁদপুর, দিনাজপুরের এসএম রেজাউল বারীকে রংপুর, পটুয়াখালীর মো. মাসুদুর রহমানকে ঝালকাঠি, গাজীপুরের বেগম মোসা. রেহানা আক্তারকে ঢাকা, মো. ঢাকার আতাউল হককে কিশোরগঞ্জে, খুলনার কয়রার চৌকী আদালতের মো. সাইফুল এলাহীকে সিরাজগঞ্জে, চট্টগ্রামের সাতকানিয়ার চৌকি আদালতরে মো. আবদুল হান্নানকে ফেনী, রাজশাহীর বেগম সুরাইয়া সাহাবকে টাঙ্গাইল, নওগার নীলা কর্মকারকে ফরিদপুর, গাজীপুরের আবুল ফোরকান মো. ফারুক চৌধুরীকে কুমিলা, মুন্সীগঞ্জের বেগম জাহানার ফেরদৌসকে কুমিলা, সিরাজগঞ্জের মো, আসিফ ইকবালকে খুলনা, সিলেটের মো. সাহেদুল করিমকে সিলেটেই, ঢাকার সৈয়দ সিরাজ জিন্নাতকে নড়াইল, নারায়নগঞ্জের মো. আবদুছ সালামকে ফরিদপুর, যশোরের মো. রাখিবুল ইসলামকে কুস্টিয়া, ঝিনাইদহের বেগম সমি আহম্মেদকে খুলনা, নড়াইলের মো. তসলিম আরিফকে ঝিনাইদহ, মানিকগঞ্জের বেগম শাম্মী আক্তারকে সংসদ সচিবালয়, সহকারি রেজিস্ট্রার মো. ইসমাইল হোসেনকে হাইকোর্ট বিভাগে।ঢাকার নৌ আদালতের বেগম শাম্মী হাসিনা পারভীনকে একই স্থানে, মেহেরপুরের মো. আব্দুলাহ আল মামুনকে খুলনা, নওগার মো. রেজাউল করিমকে গাইবান্ধা, রাজশাহীর মো. মাহমুদ হাসানকে নীলফামারী, কিশোরগঞ্জের মো. ইয়াসির আরাফাতকে সিলেট, ঢাকার মো. ইউসুফ হোসেনকে বাগেরহাট, টাঙ্গাইলের বিদ্যুত উন্নয়ন বোর্ড থেকে মো. মাসুদুর রহমানকে মৌলভীবাজার, ঝিনাইদহের মো. আব্দুল মতিনকে ঝিনাইদহেই, সিরাজগঞ্জের বেগম সাদিয়া সুলতানাকে রাজশাহী, আইন মন্ত্রনালয়ের মো. শাহাবুদ্দিন একই স্থানে, বান্দরবানের লামা চৌকী আদালতের সরকার কবির উদ্দিনকে ফেনী, নীলফামারীর বেগম মোছা. আরিফা ইয়াসমিন মুক্তাকে রংপুর, জাহাঙ্গীর হোসেনকে ঢাকার সিএমএম আদালত থেকে ময়মনসিংহে, বেগম লুবনা জাহানকে টাঙ্গাইল থেকে নরসিংদী, বেগম ফাতেমা জাহান স্বর্নাকে আইন কমিশন থেকে আইন কমিশনে, মোসা. ইয়াসমিন আরাকে আইন কমিশন থেকে আইন কমিশনে, মো. ইনামুল হক বসুনিয়াকে নাটোর থেকে পিরোজপুরে, মো. সুলতান মাহমুদকে নেত্রকোনা থেকে শরিয়তপুরে, কুদরত-এ-ইলাহীকে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জে, শাহনাজ নাসরিন খানকে পাবনা থেকে পাবনায়, মো. আবুল বাশার মিঞাকে পিরোজপুর থেকে খুলনা, মোহাম্মদ রহমত আলীকে চট্টগ্রাম থেকে চট্টগ্রামে, মো. মাসুদ আলীকে ঝিনাইদহ থেকে ফুরদপুরে, মো. রেজাউল করিমকে লক্ষীপ্রর থেকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, খাগড়াছড়িতে, কৃষ্ণ কান্ত রায়কে পঞ্চগড় থেকে গাইবান্ধায়, তাওহিদুল হককে খাগড়াছড়ি থেকে ফেনী, মোছা. মোত্তাহিদা হোসেনকে রাজশাহী থেকে নীলফামারী, সুদীপ্তা সরকারকে ময়মনসিংহ থেকে শেরপুরে।এ কে এম কামাল উদ্দিনকে পিরোজপুর থেকে বরগুনা, শিমুল কুমার বিশ্বাসকে সাতক্ষীরা থেকে মাগুরা, মো. আবু বকর ছিদ্দিককে জামালপুর থেকে ময়মনসিংহে, রাফিয়া ইসলামকে বরিশাল থেকে খুলনায়, ইফাত মুবিনা ইউসুফকে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সেখানেই, মো. রাশেদ তালুকদারকে ঢাকা থেকে জয়পুরহাটে, সৈয়দা আমিনা ফারহিনকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, জয়নাব বেগমকে ঢাকা থেকে কুমিলা, এ কে এম জাহাঙ্গীর আলমকে নীলফামারি থেকে জামালপুর, মোহাম্মদ জুলফিকার আলীকে মৌলভী বাজার থেকে মৌলভীবাজার, মুনতাসির আহমেদকে কুমিলা থেকে ভোলায়, মো. সুরুজ সরকারকে বগুড়া থেকে বগুড়া, মো. আল আমিনকে ঢাকা থেকে কিশোরগঞ্জ, মোহা. জালাল উদ্দিনকে পাবনা থেকে মাদারীপুর, শাহরিয়ার মাহমুদ আদনানকে ঢাকা থেকে লক্ষীপুরে, নুরে আলম ভূইঞাকে চট্টগ্রাম থেকে সাতকানিয়া, মনোয়ারা বেগমকে গাজীপুর থেকে সিরাজগঞ্জ, মিরাজাম মুনীরাকে ব্রা²নবাড়িয়া থেকে চাঁদপুর, আহমেদ শাহরিয়ার তারিককে রাজশাহী থেকে নওগাঁ, মো. হামিদুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে টাংগাইল, আবীর পারভেজকে চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরে, শামসুল আরেফিনকে ঢাকা থেকে টাংগাইল, শামীমা আক্তারকে চাঁদপুর থেকে ঝালকাঠি, মো. আক্তার হোসেনকে কক্সবাজার থেকে গাইবান্ধা, এইচ এম শফিকুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে শরিয়তপুর, বগুড়ার মো. নুরুজ্জামানকে জয়পুরহাট, যশোরের মো. আবু ইব্রাহিমকে বাগেরহাট, ঢাকার অমিত কুমার দে’কে বরিশাল, ঢাকার মো. আমিনুল হককে রাজবাড়ী এবং চুয়াডাঙ্গার মো. তৈয়ব আলীকে কুডিগ্রামে বদলি করা হয়েছে।এফএইচ/এআরএস/পিআর
Advertisement