বিনোদন

মায়ের পদক প্রাপ্তিতে উচ্ছ্বসিত পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বিশ্ব মা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে ছেলেমেয়েরা অবদার রাখায় মাদের পদক দেওয়া হলো। প্রথমবারের আয়েজিত সেই ‘মা পদক’ পেয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমার মা সুফিয়া বেগম।

Advertisement

মায়ের এমন পদক প্রাপ্তিতে আনন্দে ভাসছেন অভিনেত্রী পূর্ণিমা।

আজ সোমবার, ৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের পদক প্রাপ্তির খবর জানিয়ে পূর্ণিমা লিখেছেন, ‘গতকাল মা দিবসে ‘মা পদক’ ২০২২-এর মধ্য দিয়ে আমাদের মাকে সম্মানিত করা হলো। এই প্রথমবারের মত আমার আম্মাকে পুরস্কৃত করা হয়েছে। আমার মা’কে সম্মানিত করতে পারার একটি সুযোগ একটি স্বপ্নের অপেক্ষায় ছিলাম।’

পূর্ণিমা জানান, ‘উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম আমার মাকে সম্মাননা তুলে দিয়েছেন। সেই সাথে চলচ্চিত্রের আরো একজন জীবন্ত কিংবদন্তী আম্মাজান খ্যাত শ্রদ্ধেয় শবনম ম্যাম এর উপস্থিতি আরো অনেক বেশি আলোকিত করেছে। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে, আমার মা’কে এই সম্মাননা দিতে পেরে মনে হচ্ছে আমার চলচ্চিত্র জীবনে পূর্ণ সফলতা আমি আজ পেয়েছি।’

Advertisement

পূর্ণিমা বলেন, ‘মা না থাকলে আজ আমি পূর্ণিমা হতে পারতাম না। পুরো অনুষ্ঠান জুড়ে আমার খুব পছন্দের মানুষগুলো ছিলেন, সম্মানিত মায়েরা ছিলেন, এত সুন্দর মুহূর্ত আর কখনো পাবো কিনা জানি না।’

এমন আয়োজনের উদ্যোগ নেয়ায় অভি মইনুদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান পূর্ণিমা।

এদিকে এমন আয়োজন নিয়ে অভি মইনুদ্দিন জানান, ‘অবশেষে চার বছর পর হলেও আমার স্বপ্ন পূরণ হলো গতকাল মা দিবসে ‘মা পদক’ ২০২২-এর মধ্য দিয়ে। আর এই স্বপ্ন পূরণে আমার পাশে আশির্বাদ হয়ে দাঁড়িয়েছিলেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা আপা, শ্রদ্ধেয় শবনম আপা, স্বপ্নধরা, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর ফাউন্ডেশন, জেড অ্যাণ্ড জেড এসোসিয়েটস।’

এবারে মা পদক পেয়েছেন তারিন, রুনা খান, সজল, কনা, তানজিন তিশা, অনন্যা রুমা, শান্তা জাহান, প্রতীক ও প্রীতম হাসানের মা। পদক পেয়েছেন আরও চার বিনোদন সাংবাদিক এফ আই দিপু, নিপু বড়ুয়া, মীর সামি ও লিমন আহমেদের মা।

Advertisement

এমআই/এলএ/এমএস