মৌলভীবাজারের জুড়ীতে এক কিশোরের বাসা থেকে তিনটি ময়না পাখির ছানা উদ্ধার করেছে বন বিভাগ। পোষার জন্য একটি সেগুন গাছের বাসা থেকে পাখি তিনটি নিয়ে আসে ওই কিশোর।
Advertisement
সোমবার (৯ মে) সকালে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলার ডোমাবাড়ী এলাকার এক কিশোরের (১২) কাছ থেকে পাখির ছানা তিনটি উদ্ধার করেন বন বিভাগের লাঠিটিলা বিট কর্মকর্তা সালাহ উদ্দিন।
বন বিভাগ সূত্র জানায়, লাঠিটিলা সংরক্ষিত বনের সেগুন বাগানের একটি গাছে বাসা বাঁধে একটি পাহাড়ি ময়না পাখি। এক সপ্তাহ আগে পোষার জন্য ওই কিশোর ছানা তিনটি বাসায় নিয়ে যায়। তখন চোখ না ফোটা ছানাগুলোর বয়স ছিল মাত্র পাঁচদিন। বিষয়টি বন বিভাগের নজরে গেলে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় স্থানীয় বিট কর্মকর্তা সালাহ উদ্দিন সংঙ্গীয় ফোর্সসহ ওই কিশোরের বাড়িতে যান। পরে ময়নার ছানাগুলো উদ্ধার করে বিট অফিসে নিয়ে আসেন।
পাখির ছানাগুলোকে প্রাথমিকভাবে দেখাশোনা করার জন্য স্থানীয় পরিবেশকর্মী খোর্শেদ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Advertisement
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী ময়না পাখির তিনটি ছানা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল আজিজ/এসআর/এমএস