কথা ছিল আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। টেস্ট সিরিজ খেলতে রাজি হলেও ওয়ানডে সিরিজটা বাদ দেওয়ার জন্য পাকিস্তানের কাছে অনুরোধ করেছে লঙ্কানরা।
Advertisement
যেহেতু এই ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। শ্রীলঙ্কার অনুরোধে সিরিজটি আপাতত বাতিল করার প্রস্তাব মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কিন্তু কেন লঙ্কানদের এই অনুরোধ? মূল সমস্যাটা বেঁধেছে লঙ্কা প্রিমিয়ার লিগ নিয়ে। আর্থিক লাভক্ষতির হিসেব কষে টুর্নামেন্টটি নির্ধারিত শিডিউল থেকে এক সপ্তাহ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান বোর্ড। ফলে পাকিস্তানের ওয়ানডে সিরিজের সময়টায় পড়ে গেছে সেটা।
পিসিবির মিডিয়া প্রধান সামি-উল-হাসান বার্নি বলেন, ‘যেহেতু এই ওয়ানডে সিরিজটা বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়, আমরা আপত্তি করিনি। সিরিজের চূড়ান্ত শিডিউল নিয়ে আলোচনা চলবে, দ্রুতই জানানো হবে।’
Advertisement
এদিকে, শ্রীলঙ্কার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে অস্ট্রেলিয়ার সফরের সিদ্ধান্তে। যদি অসিরা দ্বীপদেশটিতে যেতে রাজি না হয়, তবে আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনও হুমকির মুখে পড়ে যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বর্তমানে চরম আর্থিক এবং রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন পার করছে শ্রীলঙ্কা। দেশটিতে দিনে মাত্র ১২ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে জনগণ। এছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা মানুষজন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটিতে ক্রিকেট আয়োজন কঠিনই হয়ে পড়েছে।
এমএমআর/এএসএম
Advertisement