জাতীয়

আজকের এইদিনে : ২০ জানুয়ারি ২০১৬

শহীদ আসাদ দিবস আজ১৮১৭  খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় যুক্তিবাদী বাঙালি তরুণদের পীঠস্থান হিন্দু কলেজ চালু হয়। পরে এর নাম হয় প্রেসিডেন্সি কলেজ।১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়।১৮৯২ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বাস্কেটবল খেলা হয় আমেরিকার স্প্রিং ফিল্ডে।১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী তুর্কি কবি নাজিম হিকমতের জন্ম।১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে ইতালীয় চলচ্চিত্র নির্মাতা ফেদেরিকো ফেলিনির জন্ম।১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন ও চীন পিকিং চুক্তি স্বাক্ষর করে।১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে কবি রফিক আজাদের জন্ম।   ১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে  ব্রিটেনের রাজকীয় বিমানবাহিনী বার্লিনে ২ হাজার ৩০০ টন বোমা নিক্ষেপ করে।১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে পূর্ব বাংলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত।১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলারের মৃত্যু।১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রবাদপুরুষ সীমান্ত গান্ধী খান আবদুল গাফফার খানের মৃত্যু।১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে চলচ্চিত্রকার আলমগীর কবীরের মৃত্যু।১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে পরিবেশ দূষণের হাত থেকে তাজমহল রক্ষায় ভারতের সুপ্রিম কোর্ট ৮৪টি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেয়।২০০০ খ্রিস্টাব্দের এই দিনে ওস্তাদ ফুল মোহাম্মদের মৃত্যু।২০১০ খ্রিস্টাব্দের এই দিনে নাট্যকার সাঈদ আহমদের মৃত্যু।এইচআর/পিআর

Advertisement