একদিকে বিরাট কোহলি একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব নিয়েও দারুণ ব্যাটিং করে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি।
Advertisement
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামার পর গোল্ডেন ডাক মারেন বিরাট কোহলি। কিন্তু কোহলির এই আউটের কোনো প্রভাবই পড়তে দেয়নি ফ্যাফ ডু প্লেসিরা।
অধিনায়কের ব্যাটে ঝড় উঠেছিল। যে কারণে স্কোরবোর্ডে ১৯২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৫০ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন ডু প্লেসি। ৮টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন আরসিবি অধিনায়ক। রজত পাতিদরকে নিয়ে ১০৫ রানের বিশাল জুটি গড়ে তোলেন ডু প্লেসি।
তবে, ব্যাঙ্গালুরুর রান ১৯০ প্লাস হওয়ার পেছনে অনেক বেশি অবদান দিনেশ কার্তিকের। ইনিংসের শেষ মুহূর্তে মাঠে নামেন তিনি। মোকাবেলা করেন কেবল ৮টি বল। তাতেই ঝড় তুলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। ১টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৪টি।
Advertisement
রজত পাতিদর ৩৮ বল খেলে করেন ৪৮ রান। গ্লেন ম্যাক্সওয়েল ২৪ বলে খেলেন ৩৩ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ দাঁড় করায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে জগদিস সুচিথ নেন ২ উইকেট। ১টি নেন কার্তিক তেয়াগি। উমরান মালিক ২ ওভার বল করলেও ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।
আইএইচএস/
Advertisement