বৈশাখী টিভিতে ১০ মে থেকে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘মহাজন’। প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে দেখা যাবে নাটকটি। মজিবুল হক খোকন পরিচালিত এ নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন, নাট্যরূপ এন ডি আকাশ।
Advertisement
প্রযোজনায় রয়েছেন ইমরান খান (ওয়েভার)। ধারাবাহিক এ নাটকটিতে অভিনয়ে রয়েছেন রওনক হাসান, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, বড়দা মিঠু, সাব্বির আহম্মেদ, তারিক স্বপন, সোমা ফেরদৌস, তানিয়া সুলতানা স্নেহা।
আরও আছেন ইমরান হাসু, সুজাত শিমুল, সাইকা আহম্মেদ, মৌ মিতা মৌ, আশরাফুল আশিষ, হেদায়েত উল্লাহ তুর্কী, রাশেদ মামুন অপু, সুচনা সিকদারসহ অনেকে।
এ নাটকের গল্পে দেখা যাবে মহাজনের সুদের কারবারে অতিষ্ট হয়ে উঠে গ্রামের প্রতিটি মানুষ। চারদিকে নেমে আসে কষ্টের অমানিশা। তারা বুঝতে পারে, সুদের টাকায় মানুষের উপকারের চেয়ে অপকারই হয় বেশি। এমনকি বংশ পরম্পরা সুদের ঘানি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গ্রামের মানুষ।
Advertisement
ইসলামে সুদকে নিষিদ্ধ করা হয়েছে সেটা মনে প্রাণে উপলদ্ধি করতে থাকে তারা। তাই তারা সুদকে পরিহার করে জীবন গড়ার অঙ্গীকারাবদ্ধ হয়। প্রকৃত পক্ষে মহাজন গল্পের মাধ্যমে সমাজের কিছু অমানুষ মহাজনের চরিত্র প্রতিফলিত হয়েছে।
এলএ/জিকেএস