দেশজুড়ে

ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

দাঁতের চিকিৎসাসহ বিভিন্ন ধরনের ডেন্টাল অপারেশন করার প্রয়োজনীয় ডিগ্রি না থাকায় চুয়াডাঙ্গায় এক ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

Advertisement

রোববার (৮ মে) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলবাজারের জাম্মি ডেন্টাল কেয়ারে ওই অভিযান চালান সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, অপচিকিৎসা দেওয়ার গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে রেলবাজারের জাম্মি ডেন্টাল কেয়ারে অভিযান চালানো হয়। সেখানে ক্লিনিকের মালিক চিকিৎসক পরিচয়দানকারী আহমদ জামিল মুজহারি ওরফে জাম্মির কাছে দাঁতের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয়। সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ডেন্টাল কেয়ারটি সিলগালা করার আদেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি তার ডেন্টাল ক্লিনিকে গত ৫-৬ বছর ধরে দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযানে সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

Advertisement

সালাউদ্দীন কাজল/এমআরআর/জিকেএস