আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ কিশোর হত্যা : অভিযুক্ত মার্কিন পুলিশ নির্দোষ

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করেননি গ্র্যান্ড জুরি। এমন সিদ্ধান্তের কথা গত সোমবার ঘোষণা করেন অঙ্গরাজ্যের সরকারি কৌঁসুলি।গ্র্যান্ড জুরির এই সিদ্ধান্তের কথা ঘোষণার পরপরই ফার্গুসনে বিক্ষোভ দেখা দিয়েছে। এদিকে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।প্রত্যাশিতভাবে মিসৌরির বিচারকমন্ডলীর এই সিদ্ধান্তে খুশি নয় নিহত কৃষ্ণাঙ্গ যুবকের পরিবার। বিচারকমন্ডলীর এই সিদ্ধান্তে তারা গভীরভাবে হতাশ বলে পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।গত ৯ আগস্ট ফার্গুসন শহরতলিতে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে মারা যান নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশেরা মাইকেল ব্রাউন। এরপর সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। টানা কয়েক সপ্তাহ ধরে চলা সেই দাঙ্গা থামাতে পুলিশ সামরিক অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে বলেও সমালোচনা হয়।এদিকে এখনো মিসৌরি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি রয়েছে। জুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পর জরুরি অবস্তার মধ্য দিয়েই সেখানে ফের বিক্ষোভ চলছে।

Advertisement