মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
০৮ মে ২০২২, রোববার। ২৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ
ঘটনা১৭৯৪- ফ্রান্সের রসায়ন বিজ্ঞানের জনক অ্যান্থেনিও লেভিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।১৮৬৩- ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়।১৯০২- দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় সেন পিয়ারে নামের একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।১৯৬২- জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
জন্ম১৮২৮- রেডক্রসের প্রতিষ্ঠাতা, সুইজারল্যান্ডের ব্যবসায়ী, সমাজকর্মী, নোবেল শান্তি পুরস্কারজয়ী জঁ হেনরি ডুনন্ট।১৮৬১- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার জোড়াসাঁকোতে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় ভূষিত করা হয়।রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন জীবদ্দশায় বা মৃত্যুর পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত। এ ছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।১৯১১- বাংলাদেশি সাহিত্যিক ও শিক্ষাবিদ আ. ন. ম. বজলুর রশীদ।১৯২৪- বাংলাদেশি সংগীতশিল্পী কলিম শরাফী।
Advertisement
মৃত্যু১৭৯৪- ফরাসি অভিজাত এবং রসায়নবিদ অঁতোয়ান লাভোয়াজিয়ে। ১৯০৩- ফরাসি চিত্রকর পল গগাঁ।১৯৮৮- মার্কিন বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখক রবার্ট এ হাইনলাইন।১৯৯৩- ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।
দিবসবিশ্ব মা দিবসবিশ্ব রেডক্রস দিবসবিশ্ব থ্যালাসেমিয়া দিবস
কেএসকে/এসইউ/এমএস
Advertisement