ফিচার

শিশির কুমারের জন্ম ও রণদা প্রসাদের প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

০৭ মে ২০২২, শনিবার। ২৪ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা১৮০৮- স্পেনের জনগণ নেপোলিয়ন বোনাপার্টের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে।১৮৩২- গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা করা হয়।১৯৪১- মিত্রশক্তির কাছে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে।১৯৪৮- জাতিসংঘের বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা।১৯৫৪- বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় পাকিস্তান গণপরিষদ।

জন্ম১৯০১- আমেরিকান অভিনেতা গ্যারি কুপার।১৯১০- ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্রসংগীত বিশারদ শান্তিদেব ঘোষ।১৯১৫- বাঙালি কবি ও গীতিকার অমিয় বাগচী।১৯৩১- বাংলাদেশি পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবীর।১৯৩৬- বাঙালি কবি, নাট্যকার, অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত শিশির কুমার দাশ। কলকাতায় জন্ম তার। অনেকের মতে, তিনি ভারতীয় সাহিত্যের ইতিহাস লেখার ক্ষেত্রে 'doyen of Indian literary historiographers'। প্রায় সম্পূর্ণ একক প্রচেষ্টায় তার লেখা তিন খণ্ডে ভারতীয় সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস চর্চার ক্ষেত্রে এক অন্যতম মাইলফলক। এ ছাড়াও সাহিত্য অকাদেমি প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি রচনা সম্পাদনার কৃতিত্বও তার।

Advertisement

মৃত্যু১৯২৪- ভারতীয় বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সিতারামারাজু।১৯৭১- বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর রণদা প্রসাদ সাহা। তিনি আর পি সাহা নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশে হাসপাতাল, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং গরিবদের কল্যাণার্থে ট্রাস্ট গঠন করেন। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অপহৃত হন। পরবর্তীকালে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সমাজসেবায় অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।১৯৯৩- সংগীতজ্ঞ ও ব্যঙ্গ সাহিত্যস্রষ্টা অজিতকৃষ্ণ বসু।২০০৩- বাঙালি কবি, নাট্যকার, অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত শিশির কুমার দাশ।২০১৯- বাংলাদেশি সংগীতশিল্পী সুবীর নন্দী।

দিবসপ্রকৌশলী দিবস (বাংলাদেশ)

কেএসকে/এসইউ/এমএস

Advertisement