কঙ্গনা রানাউতের ‘লক আপ’ এমনই এক মঞ্চ যেখানে মনের গ্লানি উজাড় করে দেওয়া যায়। এখানে জেতার চাবিই হলো যন্ত্রণার কথা বলা, গোপন কিছু বলা। সেখানেই নিজের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা জানালেন পুনম পাণ্ডে।
Advertisement
এ অভিনেত্রী জানান, দীর্ঘদিন ধরে কোনও গন্ধ পান না তিনি। আশেপাশে বন্ধু-বান্ধব থাকলে তাদের জিজ্ঞেস করে জেনে নেন কোনটার গন্ধ কেমন।
এই মর্মান্তিক পরিণতি কীভাবে হলো মডেল-তারকা পুনমের? সে কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ‘লক আপ’-এ এসে সবার সামনেই ব্যক্ত করেন তার দাম্পত্যের অন্ধকার সময়।
নিজের জীবনের কলঙ্কিত অধ্যায়ের কথা বলে হালকা হন পুনম। তবে চমকে গিয়েছিলেন সবাই, যখন পুনম বলেন, তিনি কুকুরপ্রেমী বলেই মূলত নির্যাতন করতেন তার স্বামী।
Advertisement
২০২০ সালের সেপ্টেম্বরে স্যাম বোম্বের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পুনম। তার পর পারিবারিক অশান্তি চরমে ওঠে। পুনম জানান, এমন আঘাত করেন তার স্বামী যে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। ক্ষতস্থান শুকিয়ে এলেই আবার মারতে শুরু করেন স্যাম। এর পরই ঘ্রাণশক্তি হারান পুনম। এ বিষয়ে থানায় অভিযোগ জানান স্বামীর বিরুদ্ধে। এরপরই হয় দুজনের বিবাহবিচ্ছেদ।
কেএসআর/এএসএম