প্রকৃতিকন্যা খ্যাত জাফলংয়ে টিকিট (প্রবেশ ফি) কাটাকে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
Advertisement
শুক্রবার (৬ মে) বিকেলে আসামিদের সিলেটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের বিচারক ইয়াসমিন বেগম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন গোয়াইঘাটের ইসলামপুর গ্রামের সেলিম আহমেদ (২১), নয়াবস্তি এলাকার সোহেল রানা, পন্নগ্রামের লক্ষ্মণ চন্দ্র দাস (২১), পশ্চিম কালীনগর গ্রামের নাজিম উদ্দিন (২৩) ও ইসলামপুর রাধানগর গ্রামের জয়নাল আবেদীন (৪০)।
Advertisement
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে ঢাকা কদমতলি থেকে জাফলং ঘুরতে আসে একদল পর্যটক। এ সময় টিকিট কাউন্টারের সামনে ভিড় জমলে কাউন্টারের স্বেচ্ছাসেবকরা ওই পর্যটকদের সঙ্গে থাকা এক নারীর গায়ে হাত দেন। এর প্রতিবাদ করায় পর্যটকদের ওপর হামলা চালান উপজেলা প্রশাসনের পর্যটনকেন্দ্রে প্রবেশ ফি আদায় কাজে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। তারা পর্যটকদের লাঠি দিয়ে বেদম মারধর করেন। এতে নারীসহ পাঁচ পর্যটক আহত হন। ঘটনার পর অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আহত সুমন সরকার নামের এক পর্যটক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট থানায় মামলা করেন।
এদিকে ঘটনার পর শুক্রবার থেকে আগামী সাতদিন জাফলং জিরো পয়েন্টে প্রবেশের টিকিট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান।
ছামির মাহমুদ/এসআর/এএসএম
Advertisement