আন্তর্জাতিক

প্রথম ভারতীয় নারী হিসেবে ৮ হাজার মিটারের ৫ শৃঙ্গ জয় প্রিয়াঙ্কার

ভারতের প্রথম কোনো নারী হিসেবে আট হাজার মিটার উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ আরোহণের রেকর্ড গড়লেন প্রিয়াঙ্কা মোহাইত।

Advertisement

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মে) বিকেলে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ এবং আরোহণের দিক থেকে অন্যতম কঠিন শৃঙ্গ নেপালের কাঞ্চনজঙ্ঘায় সফল আরোহণের পরই ইতিহাসের পাতায় নিজের নাম লেখান ৩০ বছর বয়সী এ পর্বতারোহী। তার এমন কীর্তিতে দেশটির সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন।

পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা প্রিয়াঙ্কা এর আগে এভারেস্ট, লোৎসে, মাকালু, অন্নপূর্ণা এ চারটি শৃঙ্গ জয় করেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫২ মিনিটে ৮ হাজার ৫৮৬ মিটার উচ্চতার কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ স্পর্শ করেন প্রিয়াঙ্কা। এ খবর তার পরিবারে এলে গোটা এলাকায় খুশির জোয়ার বয়ে যায়।

Advertisement

২০১৩ সালে মাত্র ২১ বছর বয়সে বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্ট (৮,৮৪৮ মিটার) আরোহণ করেন প্রিয়াঙ্কা। ২০১৬ সালে মাকালু (৮,৪৮৫ মিটার), ২০১৮ সালে লোৎসে (৮,৫১৬ মিটার) এবং ২০২১ সালের এপ্রিলে অন্নপূর্ণা (৮,০৯১ মিটার) আরোহণ করেন তিনি। এজন্য ২০২০ সালে তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার সম্মানও পান। এবার গড়লেন নতুন রেকর্ড।

এমকেআর/জিকেএস