চিত্রনায়ক আমিন খান ও লাক্স সুন্দরী ঈশানা জুটি হয়ে একটি টেলিছবিতে কাজ করেছেন। প্রেমের গল্পের এই টেলিছবিটির নাম ‘নির্বাসিত ভালোবাসা’।লন্ডন প্রবাসী এক যুবকের প্রেম-বিরহ, জীবন-যন্ত্রনা ও অন্যরকম এক ত্যাগের কাহিনি নিয়ে রচিত হয়েছে টেলিছবির গল্প। রোস্তম মল্লিকের চিত্রনাট্যে গাজী আপেল মাহমুদের পরিচালনায় এটি এসএ টিভিতে ২২ জানুয়ারি শুক্রবার ২টা ৩০ মিনিটে প্রচার হবে চ্যানেলটির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব আয়োজনের অংশ হিসেবে।টেলিছবিটি সম্পর্কে নায়ক আমিন খান বলেন, ‘এই টেলিছবির গল্প সম্পূর্ণ ভিন্নধর্মী। ভালোবাসার জন্য মানুষ যে কত বড় ত্যাগ করতে পারে তা এখানে সুদক্ষ পরিচালনায় পরিচালক গাজী আপেল মাহমুদ তুলে ধরেছেন।’অভিনেত্রী ঈশানা বলেন, ‘টেলিছবির গল্পটি চমৎকার, এখানে আমিন ভাইয়ের সাথে কাজ করেও দারুণ লেগেছে। আশা করছি এটি প্রচারে গেলে ভালো লাগবে সবার।’টেলিছবিটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ টেলি মিডিয়া। এতে আমিন খান ও ঈশানা ছাড়া আরো অভিনয় করেছেন তুষার মাহমুদ, মনিরা মিঠু, সোয়েব সাদিক, বাদল, সুচনা এবং আরো অনেকেই।এলএ
Advertisement