সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন উভয় বাজারে মূল্য সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন বাড়লেও দুই স্টক এক্সচেঞ্জেই কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর।বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরীয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে লেনদেন হয়েছে ৭২০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ১০১ কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬১৯ কোটি টাকা। মঙ্গলবার ডিএসইতে মোট ৩২৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৫৩ টির আর অপরিবর্তিত আছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮ পয়েন্ট, সিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৪৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬৪ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ৯৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে মোট ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ১২৪ টির আর অপরিবর্তিত আছে ৩৫ টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮৭ টাকা।এসআই/এএইচ/আরআইপি
Advertisement