শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল বর্ণনা করে মাদকবিরোধী মোটিভেশনাল কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশি সূত্রে এ তথ্য জানা গেছে।মাউশির সহকারী পরিচলাক (মাধ্যমিক-১) সাখায়েত হোসেন বিশ্বাস সাক্ষতির নির্দেশনায় বলা হয়েছে, গত ২৮ অক্টোবর আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৯ম সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে দেশের সকল মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে মাদকের কুফল বর্ণনা করে বিভিন্ন ধরণের মাদকবিরোধী মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ করতে হবে।এনএম/এএইচ/আরআইপি
Advertisement