দেশজুড়ে

ফরিদপুরে ১৭৫ মণ জাটকা জব্দ : আটক ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রধান মাছ বাজারের আড়তে অভিযান চালিয়ে সাত হাজার কেজি (১৭৫ মন) জাটকা জব্দ করেছে র‌্যাব-৮। এ সময় পাঁচ মাছ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুর র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ভাঙ্গা বাজারের একটি আড়তে অভিযান চালিয়ে অবৈধ মৎস্য ব্যবসায়ী মাসুদ রানা, আমির হোসেন, আলাল ঘরামী, মোজাম্মল ও জামাল মাতুব্বরকে আটক করা হয়। এসময় মাছের আড়ত থেকে সাত হাজার কেজি (১৭৫) মণ জাটকা জব্দ করা হয়। এ ব্যাপারে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই জানান, অবৈধ জাটকা বিক্রির অপরাধে আটক পাঁচ মাছ ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত জাটকা জেলার বৃদ্ধাশ্রমে ও বিভিন্ন এতিমখানায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।এস.এম. তরুন/এআরএ/এমএস

Advertisement