যত্রতত্র যাত্রী ওঠা-নামায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রবেশদ্বার খ্যাত সায়দাবাদ-কাঁচপুর সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে যানজট। এতে ভোগান্তি পড়েছেন যাত্রীরা।
Advertisement
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে ওই এলাকা ঘুরে এই চিত্র চোখে পড়ে। সেখানে দেখা যায়, অঘোষিত নয়টি বাসস্ট্যান্ডে যাত্রী তুলতে গিয়ে লোকাল বাসগুলো পুরো সড়ক আটকে রাখে। ফলে তৈরি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা থেকে বের হওয়ার পথের যাত্রীরা।
অপরদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা যায়, ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। আর এই টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে বিভিন্ন জেলাগামী বাস।
তবে সায়েদাবাদ থেকে বের হওয়ার পথে জনপথ মোড়, যাত্রাবাড়ী, কাজলা, শনির আখড়া, রায়েরবাগ, সাইনবোর্ড ও চিটাগাং রোডে যাত্রী তুলতে বাসগুলোকে বেশ খানিক সময় অপেক্ষা করতে দেখা যায়। এতে করে ওই এলাকায় তৈরি হয় যানজট।
Advertisement
এদিকে দুপুরে এই সড়কে থেমে থেমে যাত্রী নিতে দেখা গেছে, নরসিংদীগামী মেঘালয় পরিবহন, ঢাকা-মনোহরদী পরিবহন, চাঁদপুরের কচুয়াগামী সুরমা পরিবহন, লক্ষ্মীপুরগামী নিউ যাত্রীসেবা, কুমিল্লার লাকসামগামী তিশা এক্সক্লুসিভ, নবীনগরগামী তিশা পরিবহন এবং বিভিন্ন গন্তব্যের সোহাগ ও হানিফ পরিবহনকে। এছাড়া অনাবিল পরিবহনসহ কিছু সিটির পরিবহন আছে এই তালিকায়।
তবে পুরো এলাকা ঘুরে কোথাও পুলিশ বা ট্রাফিক পুলিশকে সড়কের শৃঙ্খলা রক্ষায় দেখা যায়নি। যার কারণে নেওয়া সম্ভব হয়নি তাদের বক্তব্য।
যাত্রীরা বলছেন, পুলিশ প্রশাসন কঠোর হলে এই ভোগান্তি কমানো যায়।
এসইউজে/জেডএইচ/এএসএম
Advertisement