জাতীয়

লিখিত অর্ডার না থাকায় রাব্বীর মামলা নেয়নি পুলিশ

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) মামলা নেননি মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, হাইকোর্টের অর্ডারের লিখিত কপি না আনায় মামলা নেয়া হয়নি।জানা যায়, হাইকোর্ট থেকে মামলা নেয়ার নির্দেশের পর মঙ্গলবার মোহাম্মদপুর থানার মামলা করতে যান জাহীদের নেতৃত্বে রাব্বীর ৩ বন্ধু। তবে কোর্টের আদেশের লিখিত কপি না নেয়ায় মামলা নেয়নি থানা কর্তৃপক্ষ।জানতে চাইলে ওসি জামাল উদ্দিন মীর জাগো নিউজকে বলেন, হাইকোর্টের অর্ডারের লিখিত কপি না আনায় মামলা নেয়া হয়নি। তারা শুধুমাত্র অ্যাডভোকেটের একটি সার্টিফিটেক নিয়ে এসেছিলেন। সে জন্য আমরা মামলা নেইনি।প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদের বিরুদ্ধে করা অভিযোগ (এফআইআর) মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।এআর/আরএস/এমএস

Advertisement