ঈদ মানেই বাহারি সব খাবারে আয়োজন। এ সময় সবার ঘরেই মুখোরোচক সব খাবার তেরি করা হয়। তবে রাঁধুনিরা এ সময় বেশ উদ্বিগ্ন থাকেন, ঈদের কোন দিন কী খাবার তৈরি করবেন সে বিষয়ে।
Advertisement
দেখা যায় ঈদের দিনের চেয়ে এর পরের সাতদিন পর্যন্ত পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘরোয়া আয়োজন করেন সবাই। তাই ঈদ আয়োজনে রাঁধতে পারেন চিকেন দম বিরিয়ানি। রইলো ঈদের বিশেষ এই পদের সহজ রেসিপি।
উপকরণ
মেরিনেশনের জন্য
Advertisement
১. মুরগির মাংস ১ কেজি২. টকদই আধা কাপ৩. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ৪. আদা বাটা ১ টেবিল চামচ৫. রসুন বাটা ২ চা চামচ৬. কাঁচা মরিচ বাটা ২ চা চামচ৭. লবণ পরিমাণমতো৮. তেজপাতা ১টি৫. এলাচ ৪/৫টি৬. দারুচিনি ২ টুকরা৭. কাবাবচিনি ৪/৫টি৮. লবঙ্গ ৪টি ও৯. ঘি ও তেল মিলিয়ে ১/২ কাপ।
দম বিরিয়ানির মসলা
১. মরিচ গুঁড়া ১ চা চামচ২. টালা জিরা গুঁড়া ১ চা চামচ৩. ধনিয়া গুঁড়া আধা চা চামচ৪. লবণ পরিমাণমতো৫. এলাচ গুঁড়া সামান্য৬. দারুচিনি গুঁড়া ১ চা চামচ৭. লবঙ্গ গুঁড়া সামান্য৮. জয়ফল গুঁড়া আধা চা চামচ৯. জয়িত্রী গুঁড়া সামান্যসব একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
বিরিয়ানির জন্য
Advertisement
১. বাসমতি চাল আধা কেজি২. শাহি জিরা আধা চা চামচ৩. আস্ত কাঁচা মরিচ ৪-৫টি৪. পুদিনা পাতা ১/৩ কাপ৫. ধনেপাতা ১/৩ কাপ৬. জর্দার রং বা জাফরান সামান্য৭. গোলাপজল ও কেওড়া জল মিলিয়ে ১ টেবিল চামচ।
পদ্ধতি
প্রথমে মুরগির মাংসের সঙ্গে তেল, ঘি, মাংস ও মেরিনেশনের সব মসলা মিশিয়ে নিন। এবার বিরিয়ানির মসলাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ৮-১০ ঘণ্টা মেরিনেড করে রাখুন।
অন্যদিকে রান্নার শুরুতে বাসমতি চাল ধুয়ে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিন। তারপর পানি ঝরিয়ে নিন। আরেকটি হাঁড়িতে পরিমাণমতো পানি নিয়ে চুলায় জ্বাল দিন। পানি ফুটে উঠলে এর মধ্যে চাল দিয়ে দিন।
চালের সঙ্গে ১ টেবিল চামচ তেল ও শাহি জিরা মিশিয়ে দিন। চাল ফুটে ৮০ শতাংশ সেদ্ধ হলে একটি ঝাঁজরিতে ঢেলে মাড় ঝরিয়ে নিন। এবার বিরিয়ানির হাঁড়িতে ১ টেবিল চামচ ঘি মেখে নিন।
হাঁড়িতে প্রথমে মেরিনেট করা মুরগির মাংসগুলো বিছিয়ে দিন। মাংসের উপর আস্ত কাঁচা মরিচ, ধনেপাতা ও পুদিনা পাতা ছড়িয়ে দিন। সবশেষে ৮০ শতাংশ সেদ্ধ করা ভাত হালকা করে ছড়িয়ে মুরগির মাংস পুরোটা সমানভাবে ঢেকে দিন।
ভাতের উপরে সামান্য ঘি, গোলাপ জল, কেওড়া জল ও দুধে ভেজানো জাফরান বা জর্দার রং দিন। এবার হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে তার চারপাশ আটার খামির দিয়ে আটকে দিন। খেয়াল রাখুন বাতাস বের হওয়ার কোনো ছিদ্র যাতে না থাকে।
এখন চুলায় হাঁড়ি বসিয়ে দিন। প্রথম ১০ মিনিট চুলার জ্বাল বাড়িয়ে রাখুন। তারপর অন্তত ৫০ মিনিট ধরে হালকা জ্বাল দিন। চিকেন দম বিরিয়ানি মোট এক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাবে। এক ঘণ্টা পর হাঁড়ি চুলা থেকে নামিয়ে চারপাশের আটা কেটে নিয়ে বিরিয়ানি বেড়ে পরিবেশন করুন।
জেএমএস/এমএস