বাগেরহাট-৪ আসনের জাতীয় সংষদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, আওয়ামী লীগ এরপর আরও দু’বার সরকার গঠন করবে। স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপি চক্রকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় মোড়েলগঞ্জের দিঘীরপাড় গ্রামে ১৩৭টি পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এক কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুব আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, নারী ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক হাফিজুর রহমান, আব্দুর রহিম বাচ্চু, পল্লীবিদ্যুৎ মোড়েলগঞ্জ ডিজিএম মো. জিয়াউর রহমান, আব্দুল জলিল হাওলাদার ও আবুল কালাম হাওলাদার। শওকত আলী বাবু/এমজেড/এমএস
Advertisement