নওগাঁর মান্দায় `স্বচ্ছ ও জবাবদিহিতামূলক স্থানীয় প্রশাসনের জন্য কার্যকর অংশগ্রহণ` প্রকল্প সুশাসন ও মানবাধিকার বিষয়ক দিনব্যাপী তথ্য মেলা চলছে।উপজেলার কুশুম্বা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দিনব্যাপী তথ্যমেলার আয়োজন করেন বেসরকারি সংস্থা বারসিক।এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান। আলোচনায় সভাপতিত্ব করেন, অত্র ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল।এসময় বক্তব্য রাখেন, মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাজু, কুশুম্বা দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জব্বার, বারসিক সমন্বয়ক পাভেল পার্থ ও ইসমত জেরিন প্রমুখ বক্তব্য রাখেন।এসময় এলাকার সুধীজন ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী মেলায় দুপুরে প্রীতিভোজ এবং বিকেলে বিতর্ক প্রতিযোগিতা, চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত গম্ভীরা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিতর্কের বিষয় `ইউনিয়ন পরিষদই পারে বাল্যবিবাহ প্রতিরোধ।` মেলায় সেবামূলক ও শিক্ষামূলক ২০টি স্টল অংশগ্রহণ করে।আব্বাস আলী/এমজেড/এমএস
Advertisement