সাহিত্য

আনিস ফারদীনের চারটি কবিতা

তোমাকে চাই

Advertisement

সাদা কাগজে তোমায় আমি লিখতে চাইউগড়ে দিতে চাই পৃথিবীর যত ভাষাওই সমুদ্র থেকে আসমুদ্র হিমাচল কিংবাআকাশ থেকে দিগন্ত বিস্তৃত স্বর্গ-পাতাল।

সূর্য থেকে অলিক ধূমায়িত জলীয়বাষ্প মন্দির, মসজিদ, গীর্জা, প্যাগোডা, জগৎসবখানে জানিয়ে দিতে চাই এক বাক্যেতুমি আমার, শুধুই এই আমার।

আমি বিশুদ্ধ মাতাল হয়ে শুধু তোমাকে চাই,চাওয়া-পাওয়ার সম্মিলনে, গল্প কিংবা পথচলায়অল্প আদুরে হিসেবে কিংবা দৃঢ় শপথেআকাশ-বাতাস প্রকম্পিত করে তোমাকে চাই।

Advertisement

একলা একার হিসেবে, কায়মনো প্রার্থনায়শিশির ছোঁয়া দিনের প্রারম্ভে, নিয়ন আলোর সন্ধ্যায়শেষ বিকেলের পথ চলায়, জীবনের আয়নাতেজীবনবোধের সব কিছুতেই শুধু তোমাকেই চাই।

****

যাযাবরের পথ

ভুলগুলো ঝাপটে ধরে, এলোমেলো হয় সবইচ্ছেরা বন্দী হয়ে পড়ে ঘোর অমানিশায়;শূন্যে ভেসে যায় যতসব চাওয়া-পাওয়ানিদারুণ ব্যথায় মুষড়ে পড়ে।

Advertisement

যাযাবরের পথ হয়ে ওঠে অগত্যা স্তিমিত যাত্রা কালের খেয়ালে মরে যায় যতসব ইচ্ছে;ব্রাকেটবন্দী হয়ে হতাশায় মরে যায় সবভুলে ভুলে চলে জীবন, বাড়ে দেনা ভুল পথে।

আলো অস্ত যায়, আঁধারে ঢেকে যায় বিস্তরখেয়া ঘাটের খেয়া ছেড়ে যায় একা ফেলে;ব্যস্ত শহরের অচেনা গলিতে ধুঁকে ধুঁকে মরিশুধু থেকে যায় দীর্ঘশ্বাস, পুড়ে যায় অবিরত।

****

মন ফাগুনের বিকেল

মন ফাগুনের বিকেলেএসে পড় একলা একা,লাল গালিচার শহরেদেখা হবে মনের দেখা।

কলমি ফুলের আবহেসুভাস ছড়াবে বাতাসে,মন ফাগুনের মিলনেওই আকাশে চাঁদ হাসে।

গানের সাথে গান হবেগল্প-কল্প এক সাথে,আনন্দে-উদ্বেল তরঙ্গমনের সাথে মন মাতে।

হাতের সাথে হাতে থাকেমনের সাথে গেঁথে মন,জীবনের সাথে জীবন চলবে জীবন আমরণ।

****

দুঃখ

তুমি আকাশ হতে চেয়েছোআকাশ হয়েছো ঠিকই—শুধু আমিই রয়ে গেছি মাটিতেতবু তোমার এতো দুঃখ কেন?

আমার তো কোনো দুঃখ নেইতবে কি জানো!

দুঃখরা আকাশ-পাতাল বোঝে নাযেখানে ভেড়ার তারা ভিড়বেই—দুঃখরা কখনো ভুল হিসেব করে নাভুল হিসেব শুধু মানুষই করে!

এসইউ/জেআইএম