বিনোদন

ঈদে সারাদেশে যেসব হলে দেখা যাবে সিয়াম-পূজার ‌‘শান’

ঈদে সারাদেশে যেসব হলে দেখা যাবে সিয়াম-পূজার ‌‘শান’

প্রতিক্ষার অবসান হচ্ছে। অবশেষে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে ঈদের দিন মুক্তি পাচ্ছে সিয়াম-পূজা জুটি অভিনীত আলোচিত সিনেমা ‘শান’। ঈদের দিন থেকে দেশর বিভাগীয় শহরগুলোর বড় ও ঐতিহ্যবাহী সিনেমা হলগুলোয় মুক্তি পাচ্ছে ছবিটি।

Advertisement

ঈদের পর ধাপে ধাপে আরও কয়েকটি দেশে মুক্তি পাবে ছবিটি।

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের ‘শান’ ৩৪টি হলে মুক্তি পাচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছেন ছবির পরিচালক এম রাহিম। পরিচালক জানান, শান সব সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় বড় হলে মুক্তি পাচ্ছে। এখন পর্যন্ত হল সংখ্যা ৩৪টি। তবে ঈদের আগে আরও দুই একটি বাড়তে পারে।

পরিচালক বলেন, ‌‘এই সিনেমার পেছনে আমাদের সাড়ে তিন বছর সময়, অজস্র পরিশ্রম আর স্মৃতি জমা হয়ে আছে। মুক্তির সব প্রস্তুতি শেষ, এবার দর্শকের ভালোবাসায় সিক্ত হবার জন্য আমরা অপেক্ষা করছি। আশা করছি সেই ভালোবাসা আপনারা আমাদের দেবেন।’

Advertisement

এই ছবিটির মাধ্যমে সিয়াম-পূজা ‘পোড়ামন ২’ ও ‘দহন’র পর একসঙ্গে হাজির হচ্ছেন পর্দায়।

সিয়াম আহমেদ বলেন, ‘অন্যতম স্বপ্নের প্রজেক্ট সিনেমাটি। চাই, ছবিটি দর্শকরা হলে দিয়ে দেখুক। ছবিটি দেখার পর ভালোমন্দ নিয়ে আলাপ করুক।’

পূজা চেরিও সবাইকে হলে গিয়ে ‘শান’ দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘আশা করি সবাই হলে গিয়ে ‘শান’ দেখবেন।’

সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

Advertisement

সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।

পবিত্র ঈদ-উল-ফিতর এ 'শান' যে সকল সিনেমা হলে মুক্তি পাচ্ছে:

১. স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি২. স্টার সিনেপ্লেক্স – সীমান্ত সম্ভার৩. স্টার সিনেপ্লেক্স – এস.কে.এস টাওয়ার৪. স্টার সিনেপ্লেক্স – সনি স্কয়ার৫. ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক৬. লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ, ঢাকা৭. মধুমিতা সিনেমা – ঢাকা৮. শ্যামলী সিনেমা – ঢাকা৯. আনন্দ সিনেমা – ঢাকা১০. বিজিবি সিনেমা হল - ঢাকা১১. সিলভার স্ক্রীন – চট্টগ্রাম১২. মধুবন সিনেপ্লেক্স – বগুড়া১৩. বর্ষা সিনেমা – জয়দেবপুর১৪. চন্দ্রিমা সিনেমা – শ্রীপুর১৫. নিউ মেট্রো – নারায়ণগঞ্জ১৬. সিনেস্কোপ – নারায়ণগঞ্জ১৭. ঝংকার সিনেমা – পাঁচদোনা১৮. ছায়াবানী সিনেমা – ময়মনসিংহ১৯. শঙ্খ সিনেমা – খুলনা২০. লিবার্টি সিনেমা – খুলনা২১. সুগন্ধা সিনেমা – চট্টগ্রাম২২. রূপকথা – শেরপুর ২৩. মধুমতি – ভৈরব২৪. নবীন সিনেমা – মানিকগঞ্জ২৫. মালঞ্চ সিনেমা – টাঙ্গাইল২৬. মাধবী সিনেমা – মধুপুর২৭. মেহেরপুর সিনেমা – মেহেরপুর২৮. সঙ্গীতা – সাতক্ষীরা ২৯. রুটস সিনেক্লাব – সিরাজগঞ্জ৩০. পূর্বাশা সিনেমা – শান্তাহার৩১. রাজমহল – চাঁপাই নবাবগঞ্জ৩২. মম ইন – বগুড়া৩৩. রাধানাথ – শ্রীমঙ্গল৩৪. ডায়মন্ড সিনেপ্লেক্স – বোয়ালমারী, ফরিদপুর

এলএ/জিকেএস