দেশজুড়ে

মানুষ মানুষের জন্য এ উপলব্ধি থেকে কাজ করতে হবে

২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান পিএসসি, এনডিসিজি বলেছেন, মানুষ মানুষের জন্য সবাইকে এ উপলব্ধি থেকে কাজ করতে হবে। একজনকে অন্যজনের বিপদে এগিয়ে আসতে হবে। তবে শান্তি আসবে। পাহাড়ে শান্তি থাকলেই উন্নয়ন হবে। শান্তি-সম্প্রীতি আর উন্নয়ন নিশ্চিত হলেই পাহাড়ের পিছিয়ে পড়া দুস্থ মানুষগুলো স্বনির্ভর হবে। মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা জোন সদরের হেলিপ্যাডে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান পিএসসি-জি, গুইমারা রিজিয়নের বিএম মেজর নাজমুস সাকিব, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নিয়ান মো. সাইফুল ইসলাম সাইফ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরুল কায়েস ও মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটোসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ানো হলে সব সমস্যা সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান পিএসসি, এনডিসি-জি। তিনি বলেন, একটি দায়িত্বশীল বাহিনী হিসেবে সেনাবাহিনী দেশের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের অসহায় দুস্থ মানুষগুলোর জন্য কাজ করার চেষ্টা করছে। প্রসঙ্গত, কম্বল বিতরণের অংশ হিসেবে প্রথম পর্যায়ে মাটিরাঙ্গা পৌরসভাসহ মাটিরাঙ্গা ও গুইমারা ইউনিয়নের ৭শ অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ অব্যাহত রাখা হবে বলে জানান ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান পিএসসি-জি।এসএস/এমএস

Advertisement