ফিচার

আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

০১ মে ২০২২, রোববার। ১৮ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা১৭৪৮- পম্পেই নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায়।১৮০১- ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়।১৮৮৪- আট ঘণ্টা কর্মদিবস আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রচারণা শুরু হয়।১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোস্টারিকা।১৯৭৭- শ্রমিক দিবস উদ্‌যাপনের সময় ইস্তানবুলের টাকসিম স্কয়ারে এক হামলায় ৩৬ জন মানুষ নিহত হন। জন্ম১৮৫২- স্পেনীয় রোগবিজ্ঞানী, কলাস্থানবিদ, স্নায়ুবিদ এবং চিকিৎসাশাস্ত্রে ১৯০৬ সালে নোবেল পুরস্কার বিজয়ী সান্তিয়াগো রামোন ই কাহাল।১৮৯৮- সাহিত্যিক-সাংবাদিক মাহবুব-উল-আলম। ১৯২৫- বাংলাদেশের বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রবন্ধকার সরদার ফজলুল করিম। ১৯১৯- ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীতশিল্পী ও সুরকার মান্না দে।

মৃত্যু১৮৭৩- স্কটস বংশোদ্ভূত ইংরেজ মিশনারি ও পর্যটক ডেভিড লিভিংস্টোন।১৯৮০- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শোভা।১৯৯৮- বিশিষ্ট বাঙালি কবি কিরণশঙ্কর সেনগুপ্ত।২০১৫- বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক অমিতাভ চৌধুরী।

Advertisement

দিবসআন্তর্জাতিক শ্রমিক দিবস।

কেএসকে/এমএস