জমি জমা নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় রাসেল মোল্লা (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
Advertisement
শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার কমলাপুরের বাহেরমৌজ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহেরমৌজ এলাকার জয়নাল শরীফ গংয়ের সাথে নিহত রাসেল মোাল্লার বাবা সোবাহান মোল্লার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বিকেলে বিরোধীয় জমিতে মুগডাল তুলতে যায় জয়নাল শরীফ ও তার লোকজন। খবর পেয়ে বাধা দেন সোবাহান মোল্লার ছেলে রাসেল ও তার ভাইসহ পরিবারের লোকজন। এ সময় জয়নাল শরীফের লোকজন রাসেলসহ পাঁচজনকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই মারা যান রাসেল। আহত হয়েছেন একই পরিবারের আলমগীর, লিটন, সরোয়ার, ফিরোজ।
আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Advertisement
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি।
পটুয়াখালী পুলিশ সুপার মোহম্মদ শহিদুল্লাহ জাগো নিউজকে বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
আব্দুস সালাম আরিফ/এসজে/জেআইএম
Advertisement