মাত্র ৫ টাকার বিনিময়ে ঈদ শপিং! যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা ইচ্ছামতো নিতে পারছে তাদের পছন্দের জামা, প্যান্ট ও জুতা। সঙ্গে মেহেদির রঙে রাঙিয়ে নিচ্ছে হাতটি।
Advertisement
এখানেই সীমাবদ্ধ নয়, শিশুরা টেবিলে সাজানো বিভিন্ন ধরনের খাবারের মধ্য থেকে পছন্দের খাবারটিও নিতে পারছে।
অবিশ্বাস্য হলেও সত্যি এ অসম্ভবকে সম্ভব করেছে মেহেরপুরের ভাবনা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আয়োজকরা সবাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী।
শনিবার সকাল ১০টার সময় মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা যায়, টেবিলে থরে থরে সাজানো রয়েছে ছেলে ও মেয়েদের রঙ-বেরঙের পোশাক। সাজানো রয়েছে জুতা। অপর টেবিলে রয়েছে বিভিন্ন ধরনের খাবার। আরেক টেবিলে মেহেদি নিয়ে বসে আছে কয়েকজন ছাত্রী।
Advertisement
ভেতরে প্রবেশ করেই সুবিধাবঞ্চিতরা মাত্র ৫ টাকার বিনিময়ে টেবিলে টেবিলে গিয়ে পছন্দ করছে পোশাক ও জুতা। তারপরই নিয়ে যাচ্ছে আয়োজক কমিটির কাছে। তারা প্যাকিং করে এসব তুলে দিচ্ছে শিশুদের হাতে। পরে মেহেদির টেবিলে গিয়ে নিজের হাতটিও রাঙিয়ে নিচ্ছে। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়ে শিশুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মুজিব মুস্তফা নির্ঝর, স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন’র মেহেরপুর উদ্যোক্তা সাইদুর রহমান। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির প্রধান স্বেচ্ছাসেবী সংগঠন ভাবনার উপদেষ্টা ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভির আল মামুন।
আসিফ ইকবাল/এফএ/জেআইএম
Advertisement