দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার

করোনার কারণে গত দুই বছর জমেনি ঈদের কেনাকাটা। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় নেই বিধিনিষেধ। তাই পবিত্র ঈদুল ফিতর ঘিরে জমেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঈদ বাজার। দিন যত যাচ্ছে উপজেলার ছোট-বড় শপিংমল, মার্কেট ও বিপণিবিতানগুলোতে ততই বাড়ছে ক্রেতার ভিড়।

Advertisement

শায়েস্তাগঞ্জে সকাল থেকে ঈদ বাজার জমতে শুরু করলেও ভিড় বাড়ছে সন্ধ্যার পর। পোশাকের পাশাপাশি জুতা, কসমেটিকস ও জুয়েলারি দোকানেও ভিড় বেড়েছে।

দোকানিরা বলছেন, ১৫ রোজার পর থেকে জমে উঠেছে ঈদ-কেন্দ্রিক কেনাকাটা। শেষ মুহূর্তে কেনাকাটার ধুম পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে (২৮ এপ্রিল) দাউদনগর বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে সাধ ও সাধ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কেনাকাটার মজেছেন ক্রেতারা। পোশাকের সঙ্গে মিল রেখে মহিলারা কানের দুল, চুড়ি, মালা, টিপ, ব্যাগ, জুতোসহ ঘর সাজানোর নানান জিনিস।

Advertisement

অপরদিকে ছেলেরা প্যান্ট, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ইত্যাদি ক্রয় করছে।

দাউদনগর বাজারের কে আলী প্লাজায় কেনাকাটা করতে আসা সুমা আক্তার বলেন, গত দুই বছর করোনার কারণে ঈদের কেনাকাটা করতে পারিনি। এবার কেনাকাটা করতে এসেছি, সাধ্যের মধ্যে দুটি শাড়ি, একটি থ্রি পিস কিনেছি।

আব্দুল্লাহ আল মামুন নামের আরেক ক্রেতা বলেন, পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে এসেছি। দাম কিছুটা বেশি হলেও পছন্দসই পোশাক পেয়ে খুশি।

এসটি বেবি শপের সত্ত্বাধিকারী মইনুল হাসান রতন জানান, গত কয়েকদিন ধরেই ক্রেতা সমাগম বেড়েছে, বেচাকেনা ভালো হচ্ছে।

Advertisement

একই বিষয়ে নিউ ফ্যাশন মহলের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার অনেক টাকা লগ্নি করেছি। ক্রেতাদের চাহিদা মতো সব ধরনের পোশাকই আছে। বিক্রিও ভালো হচ্ছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এএইচ/এমএস