দেশের বৃহত্তম রাইড শেয়ারিং সার্ভিস পাঠাওয়ের শীর্ষ তিন রাইড শেয়ারকারী মোটরসাইকেল জিতেছেন। পুরস্কার বিজয়ীরা হলেন- মো. মাহমুদুল হাসান, মো. আহাসান হাবিব ও মো. রানা হোসেন।
Advertisement
মঙ্গলবার (২৬ এপ্রিল) এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
পাঠাওয়ের ‘রাইড দিয়ে বাইকপতি’ ক্যাম্পেইনে সর্বোচ্চ রাইড শেয়ার করে এই তিনজন হিরো ব্র্যান্ডের তিনটি আকর্ষণীয় মোটরবাইক জিতে নিয়েছেন।
প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার ছিল- হিরো হাংক ১৫০আর, দ্বিতীয় পুরস্কার ছিল- হিরো ইগনিটোর টেকনো এবং তৃতীয় পুরস্কার হিসেবে ছিল- হিরো প্যাশন এক্স প্রো।
Advertisement
ক্যাম্পেইনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, ঈদ উপলক্ষে রাইডারদের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে পাঠাও এবং হিরো যৌথভাবে এই পুরস্কারের আয়োজন করে।
‘বিজয়ীদের হাতে সফলভাবে বাইক তুলে দিতে পেরে পাঠাও পরিবার বেশ আনন্দিত। ভবিষ্যতেও আমরা রাইডারদের কল্যাণে এ ধরনের বিভিন্ন উদ্যোগ নেবো ও তাদের পাশে থাকবো।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসুল আমিন, রাইডস অ্যান্ড সাপ্লাইয়ের ডিরেক্টর আহমেদ আসিফ শাহনেওয়াজ, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের ডেপুটি ম্যানেজার মো. ওসমান সালেহ্, কনটেন্ট মার্কেটিংয়ের ডেপুটি ম্যানেজার আরিফ উজ জামান, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্সের এক্সিকিউটিভ মোহাম্মদ তামজিদ হোসেন, বিজনেস ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ এহতেশামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিলয় মটরস্ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার সাফকাত সাকিন, ম্যানেজার ছোটন পল, অ্যাসিসট্যান্ট ম্যানেজার রাহাত নবী ও এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের অ্যাসিসট্যান্ট ম্যানেজার আবরার রাকিন।
Advertisement
এর আগে, রমজান মাসে মোটরবাইক ব্র্যান্ড হিরো এবং পাঠাও রাইড দিয়ে বাইকপতি কনটেস্ট শুরু করে। ১০ এপ্রিল শুরু হয়ে ২৪ এপ্রিল এই প্রতিযোগিতা শেষ হয়। ক্যাম্পেইনে বিজয়ী তিনজনের রাইড শেয়ারিং স্কোর কাছাকাছি থাকলেও কমপ্লিশন রেট তাদের মধ্যে পার্থক্য গড়ে দেয়।
আইএইচআর/এমপি/এমএস