দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলছে। অন্যান্য ফসলের ন্যায় এই সময়ে ধান গাছেরও বাড়তি যত্ন নিতে হবে। এখন ধান গাছের বৃদ্ধির পর্যায়। অর্থাৎ ফুল ফোটা থেকে নরম দানা অবস্থা।
Advertisement
এবার জেনে নিন তাপপ্রবাহ থেকে ধান ফসল রক্ষার উপায়-এজন্য জমিতে সবসময় ৫-৭ সেন্টিমিটার পানি ধরে রাখুন। এ সময় জমিতে যেন পানির ঘাটতি না হয়।
অন্যদিকে ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ (বিএলবি) দেখা দিতে পারে। তবে ফুল ফোটার পর বিএল রোগ হলে ফসলের তেমন কোনো ক্ষতি হয় না।
এসময় জমিতে গান্ধি পোকার উপস্থিতি দেখা দিতে পারে। তাই পোকা দমনের জন্য জমিতে আলোক ফাঁদ ব্যবহার করুন। অথবা দুধ অবস্থায় গোছা প্রতি ২-৩টি পোকা দেখা গেলে মেলাথিয়ন কীটনাশক বিকেল বেলা ব্যবহার করুন।
Advertisement
এমএমএফ/এমএস