ধাঁধা :১. ‘মধ্যখানে একটু পানি চুনকাম করা ঘর। ভেঙে গড়তে বললে গায়ে আসে জ্বর।’২. ‘একটা শিং বারোটা ঠ্যাং, কোন মাছের আছে? পানিতে বাস করে, ডিম পাড়ে গাছে।’৩. ‘ইকড়ের তলে তলে, ভিক অতি ছানি। কোন গাছে দেখেছেন, গাছের আগায় পানি।’৪. ‘ইনসিঙ্গি বিনসিঙ্গি, মাথায় তিনটি শিং। পশু নয় পাখি নয়, পানিতে পাড়ে ডিম।’উত্তর :১. ডিম২. চিংড়ি মাছ৩. নারিকেল৪. পানিফলএসইউ/পিআর
Advertisement