পদ্মাসেতু ইস্যুকে কেন্দ্র করে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার বিশ্বব্যাংকের বাংলাদেশ শাখার পরিচালক ইউহানেস জাটের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।তিনি বলেন, মাঝের একটি সময় বিশ্বব্যাংকের সঙ্গে পদ্মা সেতু নিয়ে বাংলাদেশ সরকারের একটি সমস্যা হয়েছিল। সেটি ভুল বুঝাবুঝি ছিল। এখন তা নিরসন হয়েছে। এ চ্যাপ্টার ক্লোজ।বাণিজ্য মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে না হলেও বিশ্বব্যাংক এখন বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক খাতে নতুন আঙ্গিকে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। বাণিজ্য সম্প্রসারণেও তারা এগিয়ে আসছে। এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বব্যাংকের অবদান অনেক। তাই সরকারও চায় শীর্ষ উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংক তাদের এ সহযোগিতা অব্যাহত থাকুক।অন্যদিকে বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান ইউহানেস জাট বলেন, বিশ্বব্যাংক মনে করে তৈরী পোশাক খাতে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। এছাড়া অন্যান্য রপ্তানি পণ্যের বহুমুখীকরণেরও অনেক সুযোগ আছে। বিশেষ করে ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য এবং আইসিটি খাতে রপ্তানি বৃদ্ধির প্রচুর সম্ভাবনা ও সুযোগ রয়েছে। মধ্যম আয়ের দেশে পৌঁছাতে বিশ্বব্যাংক এ সকল খাতে রপ্তানির সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা দিতে তৈরি আছে।অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল জানান, কিছু কিছু শ্রমিক নেতা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে বিরূপ প্রচারণা চালিয়েছে। কিন্তু তাদের বিরূপ প্রচারণা ও অসৎ উদ্দেশ্য সফল হয়নি। দেশটির ক্রেতারাও বাংলাদেশ ছেড়ে যায়নি। উল্টো চীনের বাজারেরর চেয়ে বাংলাদেশের বাজারকে সস্তা মনে করে তারা বাংলাদেশের তৈরি পোশাক কেনার অর্ডার বাড়িয়েছে।
Advertisement